ভারতের গ্রামাঞ্চলে দারিদ্র্য কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতের গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ; ২০১১-১২ অর্থবছরে যা ছিল ২৫ দশমিক ৭ শতাংশ। দারিদ্র্য কমেছে শহরাঞ্চলেরও।
নতুন বছরের শুরুতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা এসবিআই। সেখানে দারিদ্র্য হ্রাসের চিত্র উঠে এসেছে। খবর ইকোনমিক টাইমস।
ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দাবি, সরকারি সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর প্রভাব টের পাওয়া যাচ্ছে। এসব প্রকল্পের প্রভাবে দারিদ্র্যের সূচক নিম্নমুখী। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলের দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১১-১২ আর্থিক বছরে ভারতের শহরাঞ্চলে দারিদ্র্যের হার ছিল ১৩ দশমিক ৭ শতাংশ। গত অর্থবছরে (২০২৩-২৪) তা ৪ দশমিক ০৯ শতাংশে নেমে এসেছে।
এসবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের বাসিন্দারা সরকারি প্রকল্পগুলোর সুবিধা যে অনেক বেশি পাচ্ছেন, তা নয়। তা সত্ত্বেও এসব প্রকল্পের প্রভাবে গ্রামাঞ্চলে গরিব মানুষের সংখ্যা অন্তত ৫ শতাংশীয় পয়েন্ট কমেছে। তবে খাদ্যপণ্যের উচ্চ মূল্যস্ফীতির কারণে ভারতের গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির অবনতি হয়েছে। সামগ্রিকভাবে বেড়েছে সংসার খরচ।
সম্প্রতি পারিবারিক খরচ–সংক্রান্ত এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। সেখানে ২০২৩ সালের আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে গ্রাম ও শহরাঞ্চলের বাসিন্দাদের খরচের ক্ষেত্রে বৈষম্য দেখা গেছে। তবে উভয় ক্ষেত্রেই খরচের মাত্রা কমেছে।
স্টেট ব্যাংক জানিয়েছে, ২০২১ সালের জনগণনার রিপোর্ট হলে ২০১১–১২ সালের পরিসংখ্যানে ছোটখাটো সংশোধন আসতে পারে। সংশোধনের পর শহরের দারিদ্র্যের হার আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে ভারতের দারিদ্র্যের হার ৪ থেকে সাড়ে ৪ শতাংশের মধ্যে আছে।
কিন্তু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড পোভার্টি ও হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (ওপিএইচআই) এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, এখনো ভারতের বিপুলসংখ্যক মানুষ দরিদ্র। বিশ্বের ১১০ কোটি দরিদ্র মানুষের প্রায় ৪৮ দশমিক ১ শতাংশের বসবাস ভারতসহ আরও চারটি দেশে।
একই সময়ে ভারতের নীতি আয়োগের প্রতিবেদনে, মোদি সরকারের প্রথম ৯ বছরে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়েও এসেছেন।