মিলবে না বিমান টিকিট

জাতিসংঘের বিভিন্ন ফোরামে অংশ নিতে এলডিসি দেশের সরকারি কর্মকর্তাদের বিনা পয়সায় বিমান টিকিট দেওয়া হয়। উন্নয়নশীল দেশ হলে এ সুবিধা আর থাকবে না।

জানা গেছে, সাধারণত বিমানের ইকোনমি ক্লাসের টিকিট দেওয়া হয়। তবে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ভ্রমণের ক্ষেত্রে ওই ইকোনমি ক্লাসের টিকিট বিজনেস ক্লাসের টিকিটে রূপান্তর করা হয়। টিকিটের বাকি অর্থ অবশ্য বাংলাদেশ সরকার দেয়। এলডিসি থেকে উত্তরণ হলে বিমান টিকিটের পুরো টাকাই সরকারকে দিতে হবে।

এ ছাড়া এলডিসি হিসেবে বাংলাদেশকে ২০৩৩ সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব–সম্পর্কিত বিধিবিধান মানতে হবে। ওষুধশিল্প এ সুবিধা পেয়ে আসছে। সেই সুবিধা পূর্ণ মেয়াদ ভোগ করার আগেই উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।

এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের চাঁদার পরিমাণ বেড়ে যাবে। এ ছাড়া এলডিসির নাগরিক হিসেবে বিদেশে পড়তে গেলে বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন দেশ বৃত্তি দেয়, সেই সুবিধাও সীমিত হয়ে পড়তে পারে।