বেজোসের সম্পদের উৎস কী

বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের বিপুল সম্পদের উৎস কী, তা জানেন? তাঁর কোম্পানি আমাজন। ই–কমার্স এই কোম্পানি বেজোসের সম্পদ ৯০ শতাংশ বাড়াতে অবদান রেখেছে। আর বাকি ১০ শতাংশের উৎস হলো বেজোসের স্পেস কোম্পানি ব্লু অরিজিন ও গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

১৯৯৪ সালের ৫ জুলাই আমাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। আজ থেকে ঠিক ২৭ বছর আগে। এই ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বেছে নিয়েছেন বেজোস। আজ সোমবার থেকে তিনি আর আমাজনের প্রধান নির্বাহী নন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি জ্যাসি। গত ফেব্রুয়ারিতেই এ ঘোষণা দিয়েছিলেন বেজোস। তিনি হবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সালের পর থেকে এখন পর্যন্ত বেজোসের সম্পদ বেড়েছে ১৯৬ বিলিয়ন ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে বেজোসের সম্পদের পরিমাণ ২০২ বিলিয়ন ডলার।
মজার তথ্য হচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া অ্যান্ডি জ্যাসির সম্পদও বেড়েছে এই আমাজন থেকে। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত অ্যান্ডির সম্পদ বেড়েছে ৭৩ শতাংশ। অ্যান্ডি এত দিন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন।

তবে এত সম্পদ থাকার পরেই বেজোসের বিরুদ্ধে রয়েছে কর না দেওয়ার অভিযোগ। সম্প্রতি মার্কিন নিউজ ওয়েবসাইট প্রপাবলিকা জানায়, জেফ বেজোস ২০০৭ ও ২০১১ সালে কোনো কর প্রদান করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, বেজোস এ দুই বছরে অন্যান্য আয়ের চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করেছেন, এমনটা দেখিয়ে ফেডারেল আয়কর এড়িয়ে গেছেন। ওই দুই বছর বেজোস বিভিন্ন আয়ের প্রবাহ (শেয়ারের লভ্যাংশ, বেতন ইত্যাদি) থেকে প্রাপ্ত পরিমাণের চেয়ে বেশি বিনিয়োগ ক্ষতির কথা উল্লেখ করে ফেডারেল আয়করগুলোয় কিছুই দেননি।