করসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ফ্রান্সের সরকারকে সাড়ে ১২ কোটি ডলার কর দিতে সম্মত হয়েছে ফেসবুক। এতে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরের বিদ্যমান কর জটিলতা নিরসন হবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ২০২০ সালে ফ্রান্সকে ৯৯ লাখ ডলার কর দিতে সম্মত হয়েছে, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।
ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা যে প্রতিটি বাজার পরিচালনা করি, সব জায়গায় কর পরিশোধ করি।’ ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা আমাদের করের দায়বদ্ধতা গুরুত্বসহকারে নিই। সমস্ত প্রযোজ্য শুল্ক আইন মেনে চলার জন্য এবং যেকোনো বিরোধ নিষ্পত্তি করতে আমরা বিশ্বব্যাপী কর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। যেমনটা আমরা ফ্রান্সের কর কর্তৃপক্ষের সঙ্গে করেছি।’
তবে এই কর বিরোধের বিষয়ে বিশদ বলেনি ফেসবুক। ফ্রান্সে কার্যক্রম পরিচালনা করা টেক কোম্পানিগুলোর ওপর কর বেশি আরোপের চাপ দিচ্ছে ফ্রান্স সরকার। গুগল, অ্যাপল ও আমাজনের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্ট ফরাসি কর কর্তৃপক্ষের সঙ্গে একই রকম চুক্তিতে পৌঁছেছে।
ফেসবুক বলছে, ২০১৮ সাল থেকে বিজ্ঞাপন কাঠামোয় পরিবর্তন এনেছে তারা। ফ্রান্স থেকে যে আয় করে প্রতিষ্ঠানটি, তা সেই দেশেই নিবন্ধিত। ২০১৯ সালে ফেসবুক ফ্রান্সে ৩৮ শতাংশ হারে কর দিয়েছে, যা নিবন্ধিত আয়কর হার ৩৩ দশমিক ৩ শতাংশের তুলনায় বেশি।