গত এক বছরে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্তত চারজনের স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে। এ ক্ষেত্রে সর্বশেষ নাম হলো সের্গেই ব্রিন। তাঁর আগে এই পথে হাঁটেন বিল গেটস, ইলন মাস্ক ও আলফ্রেড জন পলসন।
বিশ্বের শীর্ষ ধনীদের বিবাহবিচ্ছেদ চলছেই। এবার গুগলের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষস্থানীয় ধনী সের্গেই ব্রিন বিয়ের তিন বছরের মাথায় স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। গত এক বছরে বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে তিনি হলেন তৃতীয় ব্যক্তি, যিনি বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছেন।
২০২১ সালে বিশ্বের অতিধনী দম্পতিগুলোর মধ্যে বিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা গেটস, ইলন মাস্ক-গ্রাইমস এবং আলফ্রেড জন পলসন ও জেনি পলসন।
আদালতের নথি অনুযায়ী সের্গেই ব্রিন তাঁর স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে ‘একসঙ্গে থাকা কঠিন ও চরম মতপার্থক্যে’র কথা উল্লেখ করেছেন। ব্রিন–নিকোল দম্পতির তিন বছরের একটি সন্তান রয়েছে। তাঁরা বিচ্ছেদসংক্রান্ত নথিগুলো গোপন রাখার জন্য আদালতকে অনুরোধ করেছেন।
সের্গেই ব্রিন ও নিকোল শ্যানাহানের মধ্যে সম্পদ ভাগাভাগির চুক্তি রয়েছে। সুতরাং, বিচ্ছেদ নিশ্চিত হলে সের্গেই ব্রিনের সম্পদের একটি নির্দিষ্ট অংশ পাবেন নিকোল। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের সময় আমাজন ডটকমের সম্পদের চার শতাংশ অর্থ পেয়েছেন মেকেঞ্জি স্কট।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী ৪৮ বছর বয়সী সের্গেই ব্রিন বিশ্বের ষষ্ঠ ধনী। এখন তাঁর সম্পদের মূল্য ৯৪ বিলিয়ন তথা ৯ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের ৮ লাখ ৬৫ হাজার কোটি টাকার মতো।
রাশিয়ান বংশোদ্ভূত সের্গেই ব্রিন অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি ১৯৯৮ সালে ল্যারি পেজের সঙ্গে যৌথ উদ্যোগে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন। এটি মূলত একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড ও কোয়ান্টাম কম্পিউটিং, কম্পিউটার সফটওয়্যার, কনজ্যুমার এবং ই–কমার্স কোম্পানি।
নিকোল শ্যানাহানের আগে ২০০৭ সালে টোয়েন্টিথ্রিঅ্যান্ডমির সহপ্রতিষ্ঠাতা অ্যান ওয়াজচিকিকে বিয়ে করেছিলেন সের্গেই ব্রিন। ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে ব্রিনের বেনজি নামে ১৩ বছরের একটি ছেলে ও ক্লোই নামে ১১ বছরের একটি মেয়ে রয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি তাঁদের বিয়ের ২৭ বছরের মাথায় ২০২১ সালের ৪ মে বিচ্ছেদের ঘোষণা দেন। অবশ্য মানবসেবায় তাঁরা পাশাপাশি থাকবেন বলেই জানান। সে অনুযায়ী ২০০০ সালে নিজেদের নামে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে একসঙ্গে কাজ চালিয়ে যাবেন। তিন সন্তানের জনক–জননী বিল গেটস ও মেলিন্ডা গেটস বিয়ে করেন ১৯৯৪ সালে নববর্ষের দিন।
অনেক বছর ধরেই বিল গেটস ও মেলিন্ডা গেটসের সম্পর্কের অবনতি ঘটছিল। দুই দশক আগে মাইক্রোসফটের এক নারী কর্মীর সঙ্গে বিল গেটসের পরকীয়ায় জড়ানো ও অন্যান্য নারী কর্মীর প্রতি বিশেষ আগ্রহের কারণে বিরক্ত ছিলেন মেলিন্ডা।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর তাঁর প্রেমিকা গ্রাইমসের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক থেকে ‘সেমি-সেপারেটেড’ তথা ‘আধা বিচ্ছেদ’ হওয়ার কথা ঘোষণা করেন। এর আগে ২০০০ সালে ইলন মাস্ক লেখক জাস্টিন উইলসনকে বিয়ে করেছিলেন। তাঁদের পাঁচ পুত্রসন্তান রয়েছে। ২০০৮ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। ২০১০ সালে ইলন মাস্ক ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলিকে বিয়ে করেন। সেই বিয়েও দুই বছরের বেশি টেকেনি। যদিও ২০১৩ সালে তাঁরা ফের বিয়ে করেন এবং তিন বছর পর আবার আলাদা হন। অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ২০১৫ সালে সম্পর্কে জড়ান ইলন। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০১৮ সালে গ্রাইমসের সঙ্গে প্রেমে জড়ান ইলন মাস্ক। ২০২০ সালে তাঁদের ঘরে জন্ম হয় ছেলে এক্স অ্যাশ এ টুয়েলভের। সব মিলিয়ে ইলন মাস্কের এখন ছয়টি পুত্রসন্তান রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বের ২৮১তম ধনী আলফ্রেড জন পলসন ও তাঁর স্ত্রী জেনি পলসন বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের ২১ বছরের বেশি সময় পর তাঁদের বিচ্ছেদ ঘটে। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন। জন পলসন নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পলসন অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা। আর জেনি রোমানিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সূত্র: ইয়াহু ডটকম ও বিজনেস স্ট্যান্ডার্ড।