চীনা অ্যাপ টিকটককে কিনে নিতে মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধতে চায় ওয়ালমার্ট। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ালমার্ট কর্তৃপক্ষ জানায়, ভিডিও শেয়ারের অ্যাপ টিকটকের সঙ্গে চুক্তি এটির কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে।
বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ওই মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা নিশ্চিত যে ওয়ালমার্ট এবং মাইক্রোসফটের অংশীদারত্ব মার্কিন টিকটক ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে, সেই সঙ্গে মার্কিন সরকারের উদ্বেগকে কমাবে।’
নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে আছে টিকটক। টিকটকের মার্কিন অংশ বিক্রি করতে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে টিকটকের মার্কিন অপারেশন পুরোপুরি কেনার জন্য মাইক্রোসফটের ওপর চাপ দেওয়া হচ্ছে। গত রোববার যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, তারা জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটককে বাইটড্যান্সের কাছ থেকে কিনে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ চুক্তি সম্পন্ন করে ফেলতে চায় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে কোনো মার্কিন কোম্পানি যদি টিকটককে কিনে নিতে ব্যর্থ হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট টিকটককে নিষিদ্ধ করার কথা বলেছেন। এ অবস্থায় মাইক্রোসফটের সঙ্গে দল গড়ে টিকটকের বড় অংশীদার হতে চাইছে ওয়ালমার্ট।
টিকটকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযোগ হচ্ছে অ্যাপটি চীনা সরকারের কাছে তথ্য পাচার করছে। তবে বেইজিং এবং টিকটক উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে গতকাল বৃহস্পতিবার টিকটকের প্রধান নির্বাহী (সিইও) কেভিন মেয়ার কোম্পানিটি থেকে সরে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্রে টিকটকের প্রতি মাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আট কোটি। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয় বেইজিংয়ে এবং এটি চীনে জনপ্রিয় হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।