প্রতিযোগিতা ও গোপনীয়তার ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ সত্ত্বেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সার্চ ইঞ্জিন গুগলের বিজ্ঞাপন বৃদ্ধিতে রেকর্ড মুনাফা বেড়েছে এটির মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের। বিষয়টি এটাই ইঙ্গিত দিচ্ছে, অনলাইন কেনাকাটা আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সার্চ ইঞ্জিন, ইউটিউব ভিডিও পরিষেবা এবং নেটজুড়ে অংশীদারত্বের মাধ্যমে গুগল অন্য ফার্মের তুলনায় অতিরিক্ত ওয়েব বিজ্ঞাপন বিক্রি করে। সেই সঙ্গে করোনাও একটি বড় ভূমিকা রেখেছে। গত বছর করোনার বৈশ্বিক মহামারিতে বিশ্বের বিভিন্ন স্থানে লকডাউন ও বাইরে চলাচলে বিধিনিষেধ জারি থাকায় মানুষকে বাড়িতেই থাকতে হয়েছে। এ সময় গুগলের বিভিন্ন পরিষেবা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি নিয়েছে মানুষ। এটি এখন অভ্যাসে পরিণত হয়েছে মানুষের, যার প্রভাব পড়ছে অ্যালফাবেটের আয়ে।
বছরের তৃতীয় প্রান্তিকে গুগলের আয় ৪১ শতাংশ বেড়ে ৫৩ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। অ্যালফাবেটের বিক্রি বেড়ে ৬৫ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। অবশ্য বিশ্বব্যাপী বাজার ও অবকাঠামোগত তথ্য প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান রেফিনিটিভের অনুমান ছিল, এটি হবে ৬৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
গুগলের চিফ এন্টারপ্রাইজ অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, ব্যবহারকারীরা এখন আবার বাণিজ্যিক বিষয়গুলোর খোঁজ শুরু করেছেন। বিজ্ঞাপনদাতারাও ফিরে আসছেন।