এবার সাইবার হামলার শিকার ম্যাকডোনাল্ড’স

এবার সাইবার হামলার শিকার হয়েছে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স। তারা বলছে, সাইবার হামলাকারীরা তাদের দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের ‘অল্পসংখ্যক’ গ্রাহকের ডেটায় প্রবেশ করেছিল। বিভিন্ন গ্রাহকের ফোন নম্বর, ই–মেইল অ্যাড্রেসই, ডেলিভারি অ্যাড্রেস হাতিয়েছে সাইবার হামলাকারীরা। তবে পেমেন্টের তথ্য নিতে পারেনি।

কোম্পানির একজন মুখপাত্র জানান, ফাইলগুলো তালিকাভুক্ত করতে এবং গ্রাহকদের অবহিত করতে পদক্ষেপ নেওয়া হবে। কোম্পানির নেটওয়ার্কে অননুমোদিত ক্রিয়াকলাপ চিহ্নিত হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার সময় এই ঘটনা ধরা পড়ে। কোম্পানিটি জানায়, সাইবার সুরক্ষায় তাদের যথেষ্ট বিনিয়োগ রয়েছে, তাই দ্রুত বিষয়টি ধরা পড়ে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, সাইবার হামলা ঠেকাতে নেওয়া আমাদের সরঞ্জামগুলো নেটওয়ার্কে অননুমোদিত ক্রিয়াকলাপ দ্রুত শনাক্ত করতে পারে। ম্যাকডোনাল্ডসের কর্মীদের ব্যক্তিগত ডেটা নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তবে সেটা তারা পারেনি।

তবে সাইবার হামলার কারণে রেস্তোরাঁর কার্যক্রমে কোনো ব্যাঘাত হয়নি।
কিছুদিন ধরেই সাইবার হামলার শিকার হচ্ছে বিশ্বের বড় বড় সব কোম্পানি।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ভিডিও গেম নির্মাতা ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস জানায়, হ্যাকাররা তাদের ফিফা-২১–এর মতো গেমসের সোর্স কোডসহ মূল্যবান তথ্য চুরি করেছে। এর আগে গত ৬ মে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনের ব্যবস্থাপনা নেটওয়ার্কে র‍্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটে। এতে ১০০ গিগাবাইটের মতো জরুরি তথ্য ছিনিয়ে নেয় সাইবার হামলাকারীরা। পরে ৪৪ লাখ মার্কিন ডলারের বিনিময়ে কলোনিয়াল পাইপলাইনের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

সম্প্রতি র‍্যানসমওয়্যার অপরাধীদের দাবি করা মুক্তিপণ হিসেবে ১ কোটি ১০ লাখ ডলার সমপরিমাণ বিটকয়েন দিয়েছে জেবিএস ইউএসএ। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নিজেদের প্ল্যান্টে সাইবার হামলার পর এ মুক্তিপণ দিতে হয় বিশ্বের বৃহত্তম মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানটিকে।