আয়কর রিটার্ন
আয়কর রিটার্ন

অনলাইনে রিটার্ন জমা দিতে নিবন্ধন নিয়েছেন ১০ লাখ করদাতা

অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিস্টেমে ১০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন। আর অনলাইনে এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ২ লাখ করদাতা।

আজ বুধবার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর এনবিআর অনলাইনে রিটার্ন দেওয়ার সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করে।

ইতিমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য ওই সব মন্ত্রণালয়ের দুজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সব সরকারি কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণের অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআর বলছে, ইতিমধ্যে ই-রিটার্ন নিবন্ধনপ্রক্রিয়া আরও করদাতাবান্ধব করা হয়েছে। এর জন্য করদাতার নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা সিমের প্রয়োজন হয়। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে কি না, তা যাচাই করার জন্য ১৬০০১# নম্বরে ডায়াল করতে হবে। যাঁদের এমন সিম নেই, তাঁরা নতুন সিম সংগ্রহ করে এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাঁদের রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দিতে পারবেন।

এনবিআর আরও বলছে, এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। পাশাপাশি জমা দেওয়া রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এ ছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে অফিস চলার সময় ফোন করে তাৎক্ষণিক সেবা নিতে পারবেন।