বেপজা অর্থনৈতিক অঞ্চলে পোশাক কারখানায় ৪৩২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

দেশে পোশাক তৈরির কারখানা স্থাপন করবে ব্রিটেন-আয়ারল্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান ডেল্টাপোর্ট লিমিটেড। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানিমুখী এ কারখানা গড়ে তোলা হবে। কারখানাটি স্থাপনে ডেল্টাপোর্ট ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ৪৩২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) বিনিয়োগ করবে। এতে কর্মসংস্থান হবে ৫ হাজার ৯৮০ জন বাংলাদেশি নাগরিকের। প্রতিষ্ঠানটি বছরে দুই কোটি পিস সুরক্ষা পোশাক, কর্মক্ষেত্রে পরিধেয় পোশাক, পিপিই, হাসপাতাল গাউন, মাস্ক, বেডশিট, পর্দা প্রভৃতি তৈরি করবে।

এ লক্ষ্যে আজ রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে ডেল্টাপোর্ট। বেপজার রাজধানীর গ্রিন রোডের কার্যালয়ে সংস্থার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও ডেল্টাপোর্টের পক্ষে জুনাইদ ইকবাল উমেরানি চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম ও আ ন ম ফয়জুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ নিয়ে বেপজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডেল্টাপোর্ট লিমিটেড পোশাক প্রস্তুতকারী কোম্পানি ইস্টপোর্ট লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। তারা ২০১৩ সাল থেকে কুমিল্লা ইপিজেডে ব্যবসা পরিচালনা করে আসছে।