বিজিএমইএর নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে
বিজিএমইএর নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে

সম্মিলিত পরিষদ সব পদে জয়ী, নতুন সভাপতি হচ্ছেন এস এম মান্নান

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে ৩৫ পরিচালক পদের মধ্যে সব কটিতে জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। ফলে সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন এই প্যানেলের দলনেতা এস এম মান্নান কচি। নির্বাচনে অপর প্যানেল ফোরামের প্রার্থীদের কেউ জয়ী হতে পারেননি।

বিজিএমইএর আগামী নেতৃত্ব নির্বাচনে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একসঙ্গে ভোট গ্রহণ হয়। ঢাকায় ভোট গ্রহণ শুরুর আগে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। বিকেলে ভোটকক্ষে বিশৃঙ্খলাও হয়। শেষ পর্যন্ত ৮৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সন্ধ্যা ছয়টার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে শনিবার মধ্যরাতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন ফলাফল ঘোষণা করেন।

ভোট গণনা শেষে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন।

সম্মিলিত পরিষদের যাঁরা বিজয়ী হয়েছেন: ঢাকা অঞ্চলের সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শহিদউল্লাহ আজিম, ডেনিম এক্সপার্টের পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইনটেক্স নিটওয়্যারের এমডি খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের পরিচালক শেহরিন সালাম, ফোরর্টিজ গার্মেন্টসের এমডি শাহদাৎ হোসেন, গালপেক্সের এমডি মো. রেজাউল আলম, কাউজার নিটওয়্যারের এমডি জাকির হোসেন, লায়লা স্টাইলের এমডি মো. ইমরানূর রহমান, মেসিস গার্মেন্টসের পরিচালক মো. আশিকুর রহমান, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, মমসন সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমডি নুসরাত বারী, নিউটেক্স ডিজাইনের পরিচালক মো. নুরুল ইসলাম, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাসির উদ্দিন, সায়েম ফ্যাশনের পরিচালক আবরার হোসেন, শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ, শিন শিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ সোহেল সাদাত, স্প্যারো গ্রুপের এমডি শোভন ইসলাম, টেক্স টাউনের এমডি আনোয়ার হোসেন, টিএমএস ফ্যাশনের এমডি সাইফুদ্দিন সিদ্দিকী, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির এমডি হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেসবাহ উদ্দিন খান, ইয়ং ফোরএভার টেক্সটাইলের এমডি রাজীভ চৌধুরী। 

সম্মিলিত পরিষদের চট্টগ্রাম অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন আমহেকো ফেব্রিকসের এমডি এম আহসানুল হক, আর্জেন্টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ রাকিব আল নাসের, হাই ফ্যাশনের এমডি আমজাদ হোসেন চৌধুরী, এইচকেসি অ্যাপারেলসের রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টসের এমডি মোহাম্মদ মুসা, আরডিএম অ্যাপারেলসের এমডি মোস্তফা সারোয়ার, সোনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের পরিচালক গাজী মো. শাহীদ উল্লাহ, টপ স্টার ফ্যাশনের এমডি মো. আবজার হোসেন ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।