আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট

জমিতে ৩০% মূল্যছাড়

দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘আশিয়ান সিটি’ নামে এক হাজার একর বা তিন হাজার বিঘা জায়গায় একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির অবস্থান ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে হাজী ক্যাম্প–সংলগ্ন দক্ষিণখানের কাওলায় এলাকায়।

আশিয়ান কর্তৃপক্ষ জানায়, এ প্রকল্প ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। প্রকল্পটিতে এখনই বাড়ি করার উপযোগী তিন, পাঁচ ও দশ কাঠার রেডি প্লট রয়েছে। এ ছাড়া সেখানে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক প্লট। প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী ২০২৭ সালে।

এ বছর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবাসন মেলায় আশিয়ান সিটির অনেক প্লট নিয়ে আসছে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। মেলায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাট-জমি কেনায় এককালীন মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে নিবন্ধন করা যাবে। এককালীন মূল্য পরিশোধে ৩০ শতাংশ মূল্যছাড় মিলবে। আর কিস্তিতে নিলে থাকবে ২০ শতাংশ মূল্যছাড়। আশিয়ান সিটির প্রতি কাঠার সর্বনিম্ন মূল্য ৩০ লাখ টাকা এবং সর্বোচ্চ দাম ৯০ লাখ টাকা।

আমরা গ্রাহকের কথা শুনি, তাঁদের চাহিদা প্রত্যাশা করি এবং অনুকূলভাবে কাজ করি। আমরা আমাদের জমি প্রকল্পের মাধ্যমে তুলনামূলকভাবে সস্তা মূল্যে গ্রাহকের মৌলিক চাহিদা পূরণ করতে চাই।
মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক, আশিয়ান গ্রুপ