মোবাইলে আর্থিক সেবা

চার প্রতিষ্ঠানের মধ্যে আজ আন্তলেনদেন চালু হচ্ছে

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশসহ চার প্রতিষ্ঠানের মধ্যে আজ মঙ্গলবার থেকে টাকা লেনদেন করা যাবে। একই সঙ্গে চারটি ব্যাংকের সঙ্গেও এসব এমএফএসের লেনদেন করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে নতুন এ সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবার নতুন দ্বার উন্মোচিত হবে।

বর্তমানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করা যায়। তবে এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কোনো লেনদেন করা যায় না। এর ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। অবশেষে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে সেই নতুন সেবা চালু হচ্ছে।

বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার (আজ) থেকে নতুন এই সেবা চালুর বিষয়ে আমরা আশাবাদী।’

জানা গেছে, আজ থেকে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ, ইসলামী ব্যাংকের এমক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থেকে গ্রাহকেরা একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবেন। অর্থাৎ কোনো গ্রাহক চাইলে তাঁর বিকাশ হিসাব থেকে সহজেই এমক্যাশে টাকা পাঠাতে পারবেন। এমএফএসের গ্রাহকেরা নিজেদের মধ্যে লেনদেনের পাশাপাশি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল, আল-আরাফাহ্ ইসলামী ও পূবালী ব্যাংক থেকে এমএফএস প্রতিষ্ঠানে টাকা লেনদেন করতে পারবেন। অর্থাৎ এ চার ব্যাংকের কোনো গ্রাহক চাইলে তাঁদের ব্যাংক হিসাব থেকে আপাতত বিকাশসহ চারটি এমএফএস প্রতিষ্ঠানের হিসাবে টাকা পাঠাতে পারবেন। এমএফএস থেকেও এসব ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী মার্চের মধ্যে সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে আন্তলেনদেন চালু করতে হবে।

ইসলামিক ওয়ালেট সেবাদাতা আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাছুদুল বারী প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার (আজ) সকাল থেকে আমরা নতুন এই সেবায় যুক্ত হচ্ছি।’