এবার সয়াবিন তেল আমদানি করা হচ্ছে রোমানিয়ার একটি কোম্পানি থেকে। সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ দফায় ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। এরপর তা সাশ্রয়ী দামে বিক্রি করবে নিম্ন আয়ের মানুষের কাছে।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সাঈদ মাহবুব খান বলেন, প্রস্তাবটি নিয়মিত আলোচ্যসূচিতে ছিল না। এটি টেবিলে উপস্থাপিত হয়েছে। রোমানিয়ার অ্যালোনাইট মেডিটাইম অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড থেকে সয়াবিন তেল কেনায় মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৪ টাকা ৬২ পয়সা।
কয়েক দিন আগে ভারতের একটি কোম্পানি থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করে ক্রয় কমিটি, যাতে প্রতি লিটারের খরচ ধরা হয় ১৫৪ টাকা ৬০ পয়সা।
ক্রয় কমিটিতে এ ছাড়া মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুই লাখ টন সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে কাফকো থেকেও কেনা হবে ৪০ হাজার টন সার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি ৬২ লাখ টাকা।