টিসিবি

৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

বোতলজাত সয়াবিন তেল
ফাইল ছবি

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৪৪৮ কোটি ৮২ লাখ টাকা।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ বিষয়ে প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সাংবাদিকদের এ তথ্য জানান।

আবদুল বারিক বলেন, টিসিবি কর্তৃক দুটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ফেরানি পোলাস্কা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসির (লোকাল এজেন্ট: শান ট্রেডিং লিমিটেড, ঢাকা) কাছ থেকে ২ কোটি ২০ লাখ লিটার এবং কানাডার কানাডা আইএনসির (লোকাল এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার, অর্থাৎ মোট ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

আবদুল বারিক আরও বলেন, টিসিবির জন্য সরাসরি ক্রয়পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে প্রতি লিটার ১ দশমিক ৪৪ মার্কিন ডলার বা ১৩৬ টাকা লিটার দরে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

টিসিবি চলতি আগস্টের ১ তারিখে নিম্ন আয়ের এক কোটি পরিবার কার্ডধারী ভোক্তাদের সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ দেওয়া শুরু করেছে। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বিশ্ববাজারে সয়াবিনের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমে এসেছে। এখন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বাজারে বিক্রি হচ্ছে।