এবার ৪০ টাকা কেজি দরে ঢাকায় আলু বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকা মহানগরে আগামীকাল বুধবার থেকে টিসিবির ট্রাকে আলু বিক্রির এই কার্যক্রম শুরু হবে। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে ৪০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি আলু কিনতে পারবেন।
টিসিবি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। বাজারে আলুর দাম বেড়ে কেজিপ্রতি ৭০-৭৫ টাকায় উঠে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় টিসিবি ভর্তুকি মূল্যে পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধে৵ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অর্থাৎ ভোজ্যতেল ও মসুর ডাল বিক্রি চলছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরে ৫০টি ও চট্টগ্রাম মহানগরে ২০টি স্থানে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য— তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে আগামীকাল বুধবার থেকে ঢাকায় আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিসিবি জানায়, বুধবার সকাল সাড়ে নয়টায় ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
নতুন এই পণ্য যুক্ত হওয়ার পর টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল ও ৩ কেজি আলু কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ ও চাল ৩০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।