স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন (এবিসি) লিমিটেড নামের নির্মাণ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। নির্মাণ ব্যবসায়ে সফলতার ধারাবাহিকতায় আশির দশকের শেষে প্রথম আবাসন ব্যবসা শুরু করে এবিসি। তবে তাদের আবাসন প্রকল্প নেওয়ার কাজ পুরোদমে শুরু হয় ২০০০ সাল থেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি আবাসিক প্রকল্পের ১ হাজার ৮৭৮টি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
একটি অভিজাত কন্ডোমিনিয়াম ও ১০টি অ্যাপার্টমেন্ট প্রকল্প নিয়ে এবারের রিহ্যাব মেলায় অংশ নিচ্ছে এবিসি রিয়েল এস্টেট। এসব প্রকল্পে ২৮১টি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার মধ্যে ১৪৭টি বিক্রয়যোগ্য।
ঢাকার গুলশান, বারিধারা, বনানী, উত্তরা, ডিওএইচএস, শ্যামলী, মোহাম্মদপুর ও মিরপুরে উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য ১০টি আবাসন প্রকল্প করেছে প্রতিষ্ঠানটি। দ্য ওয়েসিসের সাফল্যের পর এখন ঢাকার মগবাজারে নির্মিত হচ্ছে এবিসির দ্বিতীয় কন্ডোমিনিয়াম প্রকল্প ‘দ্য অর্চার্ড অ্যাট ইস্পাহানি কলোনি’ প্রকল্প। প্রকল্পটিতে পাঁচটি টাওয়ারে ১৪৩টি অভিজাত অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে।
১১৬ কাঠা জমিতে নির্মাণাধীন এই কন্ডোমিনিয়াম প্রকল্পের ৫৩ শতাংশ খালি জায়গা। এখানে পাঁচটি ১৪ তলা ভবন গড়ে উঠবে। খোলামেলা আর প্রচুর আলো-বাতাসযুক্ত অ্যাপার্টমেন্টগুলোর আয়তন হবে ২ হাজার ৬৭৫ থেকে ৩ হাজার ৫০০ বর্গফুটের।
নির্মাণশিল্পে ৫২ বছর ধরে এবিসি একটি নন্দিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের দেশের মানুষের জীবনসংস্কৃতি, পারিবারিক কাঠামো এবং ঢাকা শহরের নির্মাণসংক্রান্ত চ্যালেঞ্জগুলো মাথায় নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করার কারণে এবিসি এখন ব্লক ডেভেলপমেন্টে দেশের সবচেয়ে অভিজ্ঞ নির্মাতা প্রতিষ্ঠান।শ্রাবন্তী দত্ত, ব্যবস্থাপনা পরিচালক, এবিসি রিয়েল এস্টেট