কাঁচা মরিচে অতিরিক্ত মুনাফা করায় দুই সুপারশপকে ৮০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কাঁচা মরিচ বিক্রিতে অতিরিক্ত মুনাফা করায় সুপারশপ স্বপ্ন ও মীনা বাজারকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সরকারি সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী স্বপ্ন সুপারশপকে ৪০ হাজার ও মীনা বাজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বপ্ন ও মীনা বাজার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশে কোরবানির ঈদের কয়েক দিন আগে থেকে বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ঈদের পর তা কোথাও কোথাও কেজি প্রতি ৭০০ টাকা পর্যন্ত ওঠে। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কাঁচা মরিচের বিষয়ে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ে একাধিকবার অভিযান পরিচালনা করেন।

কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ৯ জুলাই সুপারশপ এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা গত ২৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে কাঁচা মরিচ ক্রয়-বিক্রয়ের তথ্য তুলে ধরেন। এর মধ্যে স্বপ্ন ও মীনা বাজারের দেওয়া কাঁচা মরিচ কেনাবেচার তথ্যে অসংগতি দেখতে পায় সংস্থাটি। এ কারণে কোন পদ্ধতিতে বা কিসের ভিত্তিতে কাঁচা মরিচের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে, তা তিন দিনের মধ্যে লিখিত আকারে জানাতে স্বপ্ন ও মীনা বাজারের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয় ভোক্তা অধিদপ্তর।

কিন্তু স্বপ্ন ও মীনা বাজার কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক হয়নি বলে জানায় ভোক্তা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিদপ্তর জানায়, স্বপ্ন ও মীনা বাজারের লিখিত জবাব পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠান দুটি প্রতি কেজিতে সর্বোচ্চ ৩০ শতাংশের বেশি লাভ করেছে। এতে কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘিত হয়েছে। এটাকে কাঁচা মরিচের বাজার অস্থির করার একটি কারণ হিসেবে মনে করা যায়।

সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী স্বপ্ন সুপারশপকে ৪০ হাজার ও মীনা বাজারকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপের কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।