শেয়ারবাজার

বিএসইসির আহ্বানে সাড়া কম বাজারে

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

শেয়ারবাজারে বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় হতে বুধবার অনুরোধ জানিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বুধবার আয়োজিত এক সভায় এ অনুরোধ জানানো হয়। ওই সভায় বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওই সভার পরদিনই গতকাল বাজারে যথারীতি দরপতন হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে প্রায় ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৪ পয়েন্টে।

আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি টাকা। গত চার কার্যদিবস পর ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়াল।

বুধবারের সভায় বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বর্তমান মন্দাবাজারে গতি সঞ্চার করতে সব প্রতিষ্ঠানকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে বাজারে গতি ফিরিয়ে আনেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই টাকা নিয়ে বসে আছেন। শুধু বাজারে গতি নেই বলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।’