শেয়ারবাজার
শেয়ারবাজার

পাঁচ কোম্পানির দরপতনে সূচক কমল ২১ পয়েন্ট

ভালো মৌলভিত্তির শেয়ারের দাম কমায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ঢাকার বাজারে সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি।

শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে সোমবার সূচকে পতনে বড় ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই পাঁচ কোম্পানির শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচকটি প্রায় ২১ পয়েন্ট কমেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার শেয়ারের সাড়ে ৪ টাকা বা ৫ শতাংশ দরপতনে সূচকটি কমেছে ৬ পয়েন্টের বেশি। আর ইসলামী ব্যাংকের শেয়ারের ৮০ পয়সা বা দেড় শতাংশ দরপতনে ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় ৬ পয়েন্ট। বাকি তিন কোম্পানির শেয়ারের দরপতনে সূচকটি ৯ পয়েন্ট কমেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ১৫ কার্যদিবসে বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা বা প্রায় ৩২ শতাংশ বেড়েছে। গত ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৬৯ টাকা ৪০ পয়সা। গত রোববার সেই দাম বেড়ে দাঁড়ায় ৯১ টাকা ৪০ পয়সায়। এরপর আজ সোমবার কোম্পানিটির শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। কারণ, ১৫ দিনে এই শেয়ারে বিনিয়োগকারীদের একটি অংশের ভালো মুনাফা হয়েছে। অনেকেই তাই শেয়ার বিক্রি করে সেই মুনাফা তুলে নিয়েছেন। এতে করে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ারের দরপতন হয়, যার প্রভাব পড়েছে সূচকেও।

ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া ৩৮০ প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টিরই দরপতন হয়েছে। দাম বেড়েছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল স্টাইল ক্রাফট, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ডরিন পাওয়ার, সমতা লেদার ও গ্লোবাল হেভি কেমিক্যালস। এসব কোম্পানির প্রতিটির শেয়ারের দাম ১০ শতাংশ করে বেড়েছে।