শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারে বিনিয়োগ ও ঋণ শোধে ৩০০০ কোটি টাকা ঋণ পেয়েছে আইসিবি

পুঁজিবাজারে বিনিয়োগ–সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সরকারের গ্যারান্টিতে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের এই অর্থ গত ১২ ডিসেম্বর আইসিবির ব্যাংক হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৩ নভেম্বর রাষ্ট্রীয় গ্যারান্টি বা নিশ্চয়তা পাওয়ার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের স্থিতিশীলতা আনার লক্ষ্যে এই ঋণ দেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও আইসিবি সূত্রে জানা গেছে, আইসিবি প্রস্তাবিত ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। এই টাকা তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিলের অর্থ পরিশোধে ব্যবহার করবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া তিন হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। তবে বাংলাদেশ ব্যাংক সরকারকে যে মুনাফা দেয়, তা থেকে এই ঋণের অপরিশোধিত অংশ বা সুদ সমন্বয় করা যাবে না।’

শেয়ারবাজার চাঙা করতে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শেয়ারবাজারের মূলধনি মুনাফার ওপর করহার হ্রাস করেছে। এবার আইসিবির সক্ষমতা বাড়াতে ঋণ দেওয়া হলো। এতে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে।