পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০১৯, ২০২০ ও ২০২১ সালেও তারা সমপরিমাণ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এ ছাড়া রিলায়েন্স ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ বেলা ১১টায় ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সে জন্য কোম্পানির রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ মার্চ।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে এসব জানা গেছে।
গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৬ পয়সা। আগের বছরে যা ছিল ৫ টাকা ৫৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ১৫ পয়সা।
মূল্য সংবেদনশীল তথ্যে আরও কিছু নিরীক্ষিত তথ্য প্রকাশ করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। যেমন ২০২১ সালে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা। আগের বছর ২০২০ সালে যা ছিল ৪৫ কোটি ৮১ লাখ টাকা। ২০২১ সালে শেয়ারপ্রতি আয় ছিল ৫ দশমিক ৫৯ টাকা, ২০২০ সালে যা ছিল ৫ দশমিক ২১ টাকা। ২০২১ সালে এনএভিপিএস ছিল ৬৪ দশমিক ৩৯ টাকা আর ২০২০ সালে তা ছিল ৬০ দশমিক ৭৩ টাকা।
এ ছাড়া ২০২০ সালে শেয়ারপ্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ছিল ৭ দশমিক ৯৬ টাকা, ২০২০ সালে যা ছিল ৬ দশমিক ৫০ টাকা।
মূল্য সংবেদনশীল তথ্যে বলা হয়েছে, প্রিমিয়াম আয় বৃদ্ধি ও এজেন্ট কমিশন হ্রাসের কারণে ইপিএস বেড়েছে। এনএভি বৃদ্ধির কারণ সম্পর্কে বলা হয়েছে, সিকিউরিটিজে কোম্পানির যে বিনিয়োগ আছে, তার মূল্য বৃদ্ধি পেয়েছে।
এদিকে এ প্রতিবেদন লেখার সময় সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৬৩ টাকা ৯০ পয়সা।