শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারে বড় দরপতন, দুপুর পর্যন্ত সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি

বড় দরপতন হয়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ সপ্তাহের প্রথম দিন রোববার দুপুর পর্যন্ত ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ১০০ পয়েন্টের বেশি কমেছে প্রধান সূচক। এ সময় লেনদেন হওয়া সিংহভাগ শেয়ারের দাম কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১টা পর্যন্ত লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৮ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ। অন্য দুই সূচক ডিএসইএস এবং ডিএসই২৩০ কমেছে যথাক্রমে ২ দশমিক ২৫ শতাংশ ও ১ দশমিক ৯৩ শতাংশ।

দুপুর পর্যন্ত যতগুলো কোম্পানির শেয়ার বেচাকেনা হয়েছে, তার মধ্যে ৩১৬টিরই দাম কমেছে। দাম বেড়েছে মাত্র ৪৭টি কোম্পানির। আর দাম অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ারের।

এদিন বেলা ১টা পর্যন্ত ১৮৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে দরপতন ঘটছে। বিশ্লেষকেরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজার সূত্রে জানা গেছে, বাজারের পতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেয়ার কেনার ক্রেতা কম।

অনেক বিনিয়োগকারী তাঁদের বিও হিসাব বন্ধ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলেও সূত্রগুলো জানাচ্ছে।