শেয়ারবাজারে গতি ফেরাতে বিভিন্ন মেয়াদে নীতিসহায়তা প্রদানের বিষয়ে আজ বুধবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বেলা ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। বিএসইসি কার্যালয়েই নীতিসহায়তার বিষয়ে আলোচনা হতে পারে।
আজকের বৈঠকে বিএসইসির পক্ষ থেকে যেসব নীতিসহায়তার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে সেসব বিষয় অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। এ ছাড়া বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করা হবে তাঁকে। সংস্থাটির পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ অর্থ উপদেষ্টার দিনের কার্যসূচিতে বিএসইসি কার্যালয় পরিদর্শনের সময়সূচি নির্ধারিত রয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অর্থ উপদেষ্টা। দেশে ফিরে আজই তিনি প্রথম অফিস করবেন।
এদিকে অর্থ উপদেষ্টার বিদেশে থাকা অবস্থায় গত কয়েক দিনে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে আসে। তাতে এই সূচকটি ফিরে যায় চার বছর আগের অবস্থানে। বাজারে ব্যাপক দরপতনের প্রতিবাদে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ও ডিএসই কার্যালয়ের সামনে পরপর দুই দিন বিক্ষোভ করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
বাজারের এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার পুঁজিবাজার বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় সংস্থাটির তিন কমিশনার ও দুজন নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ারবাজারের তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিভিন্ন ধরনের নীতিসহায়তা প্রদানের বিষয়ে কাজ করছে কমিশন। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে এসব নীতিসহায়তা দেওয়া হবে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসব নীতিসহায়তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএসইসির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছিল, চলতি সপ্তাহের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএসইসি। এরপর গতকাল সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায় আজ বুধবারই বিএসইসি কার্যালয়ে যাবেন অর্থ উপদেষ্টা।
বিএসইসি সূত্র জানায়, আজকের বৈঠকে বিএসইসির পক্ষ থেকে যেসব নীতিসহায়তার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে সেসব বিষয় অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। এ ছাড়া বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করা হবে তাঁকে। সংস্থাটির পক্ষ থেকে সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে বিএসইসির নীতিসহায়তা প্রদানের উদ্যোগ ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবরে আজ বুধবার সকাল থেকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে শেয়ারবাজার। ডিএসইএক্স প্রধান সূচকটি প্রথম এক ঘণ্টায় ৭৫ পয়েন্ট বা দেড় শতাংশ বেড়েছে। এই সময়ে লেনদেন হওয়া ৩৯০ প্রতিষ্ঠানের মধ্যে ৩৪৯টি বা ৮৯ শতাংশেরই দাম বেড়েছে। দাম কমেছে ২০টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নীতিসহায়তা প্রদানের উদ্যোগ ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবরে বিনিয়োগকারীদের মধ্যকার হতাশা কিছুটা দূর হয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে এত দিন শেয়ার বিক্রি করে দেওয়ার যে প্রবণতা ছিল সেটি কিছুটা কমেছে। ফলে বাজারে বিক্রির চাপ কম। আবার শেয়ারের দাম বাড়তে শুরু করায় ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রির চাপও কমে গেছে।