ঢাকার শেয়ারবাজারে আজ সূচকের উত্থানপতন হচ্ছে। দিনের লেনদেনের প্রথম ৪৫ মিনিট পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা পতন হয়। এরপর ১১টা ২০ মিনিটের পর সব কটি সূচকই ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসে।
তবে আজ অনেক কোম্পানির শেয়ারের দাম কমলেও লেনদেনে গতি আছে। ঈদুল আজহার ছুটির পর যেসব কোম্পানি ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর থেকে বেরিয়ে এসেছিল, গত কয়েক দিন সেই সব কোম্পানির শেয়ারদর বেড়েছে। কিন্তু আজ সেই সব কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হয়েছে। এতে অনেকে যেমন শেয়ার বিক্রি করে দিচ্ছেন, তেমনি অনেকে কিনছেনও। সে কারণে লেনদেনে গতি আছে।
বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকার বেশি শেয়ার।
আজ বেলা ১১ ৩২ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ার বাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইক্স বেড়েছে ১ দশমিক ৪ পয়েন্ট, ডিএসইএস বেড়েছে ১ দশমিক ৫ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ পয়েন্ট।
বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডস। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকার; দ্বিতীয় স্থানে আছে মালেকস্পিনিং, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৬ লাখ টাকার; তৃতীয় স্থানে আছে জেনারেশন নেক্সট, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৩ লাখ টাকার।