শেয়ারবাজার
শেয়ারবাজার

অপরিশোধিত লভ্যাংশ বিতরণে ১০ কোম্পানিকে সময় বেঁধে দিল বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিকে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কোম্পানিগুলো বিধি অনুযায়ী অপরিশোধিত লভ্যাংশ বিতরণ না করলে এসব কোম্পানির পরিচালকদের ব্যক্তিগতভাবে জরিমানার সিদ্ধান্তও নিয়েছে বিএসইসি।

তালিকাভুক্ত যে ১০ কোম্পানিকে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেগুলো হলো সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও অ্যাডভেন্ট ফার্মা। বিএসইসির ৭ নভেম্বর ও ৩১ অক্টোবরের সভায় অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আজ রোববার বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ বিতরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কোম্পানিগুলো অপরিশোধিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে সাফকো স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের পরিচালকদের ১৩ লাখ টাকা করে, লুব-রেফ বাংলাদেশের প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে, অরজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা করে, মামুন অ্যাগ্রোর শেয়ারধারী পরিচালকদের ১৩ লাখ টাকা করে, কৃষিবিদ ফিড ও কৃষিবিদ সিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, বিডি পেইন্টসের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা করে এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

এর বাইরে অ্যাডভেন্ট ফার্মা ৩০ নভেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হলে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে চার লাখ টাকা করে জরিমানা করা হবে বলে জানিয়েছে বিএসইসি। তবে কোম্পানিগুলোতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা এই জরিমানার আওতায় পড়বেন না।

এ ছাড়া বিএসইসির ৭ নভেম্বরের সভায় সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকার কারণে দুটি ব্রোকারেজ হাউসকে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্রোকারেজ হাউস দুটি হলো প্রুডেনশিয়াল ক্যাপিটাল ও এনএলআই সিকিউরিটিজ। বিএসইসি আরও জানিয়েছে, প্রতিষ্ঠান দুটিতে গ্রাহক হিসাবে অর্থঘাটতি অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।