‘ব্লকে’ ভর করে আবারও লেনদেন ছাড়াল সাড়ে ৬০০ কোটি টাকা

গ্রাফিকস: প্রথম আলো
গ্রাফিকস: প্রথম আলো

ব্লক মার্কেটের প্রায় শত কোটি টাকার লেনদেনের ওপর ভর করে শেয়ারবাজারে আবারও লেনদেন সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৬২ কোটি টাকা, যা গত প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি ডিএসইতে সর্বোচ্চ ৭৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, সংস্থাটিতে আজ ব্লকে প্রায় ৯৪ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে সর্বোচ্চ ৫৭ কোটি টাকার লেনদেন হয় সিপার্ল বিচ রিসোর্টের। বাজারসংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত একটি গোষ্ঠী ব্লক মার্কেটে এক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব থেকে অন্য বিও হিসাবে শেয়ার স্থানান্তর করে এ লেনদেন সংঘটিত করেছে। এতে বাজারে সার্বিকভাবে লেনদেন বাড়লেও লেনদেনের সুফলভোগী একই গোষ্ঠী।

মূল বাজারের চেয়ে ব্লকে লেনদেনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। সাধারণত ব্লক মার্কেটে ক্রেতা-বিক্রেতা ও শেয়ারের দাম আগে থেকে নির্ধারণ করা থাকে। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে লেনদেন বাড়াতে বড় বিনিয়োগকারীরা ব্লক মার্কেটকে ব্যবহার করছেন। এক বিও হিসাব থেকে অন্য বিও হিসাবে শেয়ার স্থানান্তরের মাধ্যমেই এটি করা হয়। ব্লকে ক্রেতা-বিক্রেতা সুনির্দিষ্ট থাকলেও মূল বাজারে ক্রেতা-বিক্রেতা নির্ধারিত থাকে না।

ব্লক মার্কেট ছাড়াও আজকের বাজারে লেনদেন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ কোম্পানিটির ৪৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। তাতে এটি লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে ছিল। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৮ টাকা ৮০ পয়সা বা প্রায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ টাকা। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল জেনেক্স ইনফোসিস। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার লেনদেন হয়। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৬ টাকা বা সোয়া ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকায়।

লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে আজ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, অপরিবর্তিত ছিল ১৭৪টির আর দাম কমেছে ১৪টির।