শেয়ারবাজার
শেয়ারবাজার

বোনকে শেয়ার উপহার দেবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিমুল ইসলাম

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. আজিমুল ইসলাম পাঁচ লাখ শেয়ার স্থানান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার ও বোন লুবনা ইসলামের নামে এই শেয়ার স্থানান্তর করবেন তিনি।

ডিএসইর ওয়েবসাইটের ঘোষণায় আরও বলা হয়েছে, শেয়ারবাজারের সাধারণ লেনদেনের বাইরে হবে এই লেনদেন। অর্থাৎ পরিচালক আজিমুল ইসলাম এসব শেয়ার বোনকে উপহার দেবেন। ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

গত এক বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৬৬ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৩৮ টাকা। এ ছাড়া ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ; ২০২৩ সালে ১৭ শতাংশ; ২০২২ সালে ১২ শতাংশ; ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশও দিয়েছিল।