শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহে দেশজুড়ে সংঘটিত সহিংসতায় শেয়ারবাজারের ১০টি কোম্পানির সভা বাতিল হয়েছে। কোম্পানিগুলো তাদের সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ১০ কোম্পানির মধ্যে ৫টির বার্ষিক সাধারণ সভা বা এজিএম বাতিল হয়েছে চলমান পরিস্থিতিতে। আর বাকি ৫টির পরিচালনা পর্ষদের সভা বাতিল করা হয়েছে। যে ১০ কোম্পানির এজিএম ও পর্ষদ সভা বাতিল হয়েছে সেগুলো হলো বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ, ইসলামী ইনস্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি, এশিয়া ইনস্যুরেন্স, বাটা শু বাংলাদেশ, ফিনিক্স ইনস্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স বা এনসিসি ব্যাংক, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স।
এর মধ্যে বার্জার পেইন্টস, ইউসিবি, ডাচ্-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা বাতিল হয়। কোম্পানিগুলোর এসব সভায় গত জুনে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের কথা ছিল। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এসব সভা বাতিল হওয়ায় এখন আর্থিক প্রতিবেদন প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া ইসলামী ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স, বাটা শু, ফিনিক্স ইনস্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা বাতিল হয়েছে গত কয়েক দিনে। এসব সাধারণ সভায় কোম্পানির পক্ষ থেকে ঘোষিত লভ্যাংশ ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের কথা ছিল। সভা বাতিলে এখন ঘোষিত লভ্যাংশ প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হতে পারে।
দেশের গত কয়েক দিনের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর এজিএম বাতিল হলেও নতুন করে কবে এসব এজিএম অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি। কোম্পানিগুলো ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে, নতুন এজিএমের তারিখ পরে জানানো হবে।
তবে যে পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা গত কয়েক দিনে বাতিল হয়েছে সেগুলো পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে বার্জার পেইন্টসের পর্ষদ সভার পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই, ইউসিবি ও এনসিসি ব্যাংকের ৩০ জুলাই, ডাচ্-বাংলা ব্যাংকের ২৯ জুলাই এবং প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ৩০ জুলাই।