শেয়ারবাজার
শেয়ারবাজার

বারাকা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

বারাকা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি বা ইপিএস বেড়েছে। ১ টাকা ১২ পয়সা আয় দিয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ৫৬ পয়সা আয় করেছিল। আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

বারাকা পাওয়ারের শেয়ারপ্রতি আয় বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বৈদেশিক ক্রয় বাবদ বিদেশি মুদ্রার বিনিময়মূল্যজনিত ক্ষতি কমেছে, আগের বছর যে কারণে ক্ষতি হয়েছিল বেশি।

গত এক বছরে বারাকা পাওয়ারের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২১ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৮ টাকা ৬০ পয়সা।