শেয়ারবাজার
শেয়ারবাজার

বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষণা

লভ্যাংশ ঘোষণা করেছে বিডি থাই ফুড লিমিটেড। ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। যদিও এই লভ্যাংশ আগেই অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছে, এখন সেটাই সমন্বয় করা হবে।

গত অর্থবছরে বিডি থাই ফুডের মুনাফা কমেছে। ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪ টাকা ০৯ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ১৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘোষণার পর আজ বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না বলেও জানিয়েছে ডিএসই।

গত এক বছরে বিডি থাই ফুডের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩৮ টাকা ৯০ পয়সা আর সর্বনিম্ন দাম ছিল ১২ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি ২০২২ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল; এরপর ২০২৩ সালে তারা লভ্যাংশ দেয়নি।

বিডি থাই ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা।