বেসরকারি সিটি ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাস জানুয়ারি-সেপ্টেম্বরে ১ হাজার ৬৫৩ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৯৩২ কোটি টাকা। এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৭২১ কোটি টাকা বা ৭৭ শতাংশ। তবে পরিচালন মুনাফায় বড় প্রবৃদ্ধি হলেও কর ও ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বাবদ অর্থ সংরক্ষণের পর তাদের প্রকৃত মুনাফা কিছুটা কমে গেছে।
সিটি ব্যাংক শেয়ারবাজারে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের মুনাফার যে হিসাব দিয়েছে, তাতে কর ও ঋণের বিপরীতে সঞ্চিতির পর মুনাফা হয়েছে ৪৫১ কোটি টাকা; যা গত বছরের একই সময়ে ছিল ৩৪১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে মুনাফা বেড়েছে ১১০ কোটি টাকা বা ৩২ শতাংশের কিছু বেশি।
আর্থিক বিবরণীর তথ্য অনুযায়ী, ৯ মাসে সিটি ব্যাংক ট্রেজারি বিল-বন্ড, অন্য ব্যাংককে টাকা ধার দেওয়াসহ নানা ধরনের বিনিয়োগ থেকেই ১ হাজার ১২ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩২৭ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ থেকে ব্যাংকটির আয় বেড়েছে ৬৮৫ কোটি টাকা। এ আয় সিটি ব্যাংকের মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ঋণের সুদ আয় বেড়েছে ৮০৪ কোটি টাকা। আমানতের সুদ ব্যয় ৭৭২ কোটি টাকা বেড়েছে।
জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘গত ৯ মাসে আমাদের আয় বেড়েছে ৪০ শতাংশ। তার বিপরীতে ব্যয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। চলতি বছর আমাদের ব্যাংকে আমানত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সেই তুলনায় আমানতের সুদ খুব বেশি বাড়েনি। তাই আমরা ভালো মুনাফা করেছি। মানুষ সিটি ব্যাংকে বেশি সুদের আশায় আমানত রাখছে না। টাকা রাখছে বিশ্বাস ও ভরসার জন্য।’
এদিকে মুনাফায় বড় প্রবৃদ্ধির খবরে আজ বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিটি ব্যাংকের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সা।