বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফার ধারায় ফিরেছে বিডি ল্যাম্পস। ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে শূন্য ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ৪ টাকা ৬৩ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ’২৪-ডিসেম্বর ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিডি ল্যাম্পসের মুনাফা হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই সময় কোম্পানির রাজস্ব আয় বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। ফলে কোম্পানির গ্রস মুনাফা বেড়েছে ৪ শতাংশ।
শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ ২০ টাকা ৩৮ পয়সা; আগের বছরের একই সময় যা ছিল নেগেটিভ ১১ টাকা ২৬ পয়সা। চলতি অর্থবছরে তা আরও নেগেটিভ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, সরবরাহকারীদের পরিশোধিত অর্থের পরিমাণ ও ভ্যাট পরিশোধ বৃদ্ধি পাওয়া। এ ছাড়া সুদ পরিশোধ বাবদ ব্যয় বেড়েছে ৩ কোটি ১৪ লাখ টাকা।
৩১ ডিসেম্বর ২০২৪–এর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪৭ টাকা ২৪ পয়সা।
গত এক বছরে বিডি ল্যাম্পসের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৩০ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৯৮ টাকা ২০ পয়সা। ২০২৪ সালে নগদ লভ্যাংশ দিয়েছে ৫ শতাংশ; ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ; ২০২২ সালে ২০ শতাংশ; ২০২১ সালে ২০ শতাংশ ও ২০২০ সালে ২০ শতাংশ।
এ ছাড়া ২০২৪ সালে বিডি ল্যাম্পস বোনাস লভ্যাংশ দিয়েছে ৫ শতাংশ; ২০২২ সালে ৭ শতাংশ। এর আগে ২০১১ সালে তারা ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।