নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর আজ রোববার লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সকাল সাড়ে ৯টার বদলে আজ লেনদেন শুরু হয় ১১টায়।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭০টি কোম্পানির শেয়ারের দামের মূল্যস্তর বা সার্কিট ব্রেকার সমন্বয় করতে গিয়ে ভুলের কারণে বিলম্বে লেনদেন শুরু করতে হয়েছে।
এদিকে দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হওয়ায় আজ দিনের লেনদেন শেষের সময়েও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ ডিএসইতে স্বাভাবিক লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। সাধারণত বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলে।