বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সহযোগী কোম্পানিতে আরও বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার বার্জার পেইন্টস ওই কোম্পানিতে ২ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে।
রোববার অনুষ্ঠিত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সহযোগী কোম্পানিতে নতুন করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এই খবর পাওয়া গেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, বার্জার পেইন্টসের সহযোগী কোম্পানিটির নাম বার্জার টেক কনসালটিং লিমিটেড। কোম্পানিটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই কোম্পানির আরও ২২ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে বার্জার পেইন্টস।
বার্জার টেক কনসালটিং লিমিটেড তথ্য প্রযুক্তিসংক্রান্ত নানা সেবা দিয়ে থাকে।
২০২৪ সালের মার্চে সমাপ্ত অর্থবছরের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ। ২০১৭ সালের পর এটিই কোম্পানিটির পক্ষ থেকে ঘোষিত সর্বোচ্চ লভ্যাংশ। ২০১৭ সালে বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল বার্জার পেইন্টস।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২৪ কোটি টাকা। আগের বছর এই মুনাফার পরিমাণ ছিল ৩০১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ২৩ কোটি টাকা বা ৮ শতাংশের মতো বেড়েছে। বেড়েছে শেয়ারপ্রতি আয় বা ইপিএসও। ২০২৪ সালের মার্চে সমাপ্ত আর্থিক বছর শেষে বার্জার পেইন্টস বাংলাদেশের ইপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা। আগের বছর যার পরিমাণ ছিল ৬৪ টাকা ৯১ পয়সা।