বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইনস্যুরেন্স লিমিটেড। একই সঙ্গে মূলধন বাড়াতে অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্তও নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে অগ্রণী ইনস্যুরেন্স।
এদিকে লভ্যাংশ ও রাইট শেয়ার ছাড়ার ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী আজ কোম্পানিটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে কোনো সীমা আরোপিত থাকছে না।
ডিএসই সূত্রে জানা গেছে, অগ্রণী ইনস্যুরেন্স গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারধারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।
সর্বশেষ হিসাব বছরে অগ্রণী ইনস্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২০ টাকা ৩১ পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৬ পয়সা। বিপরীতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা। এ ছাড়া কোম্পানিটির এনএভি ২০ টাকা ১৭ পয়সা ও শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ৫০ পয়সা ছিল।
অগ্রণী ইনস্যুরেন্স জানিয়েছে, আগের বছরের তুলনায় কোম্পানির আয় কমা ও অগ্রিম কর প্রদানের পরিমাণ বৃদ্ধির কারণে শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ কমেছে।
বিনিয়োগকারীদের মাধ্যমে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ জুন অগ্রণী ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।
এদিকে বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি করে অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছে অগ্রণী ইনস্যুরেন্স। প্রতিটি অধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে ১০ টাকায়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ রাইট শেয়ারের বিষয়ে সুপারিশ করেছে। উত্তোলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।
অধিকারমূলক শেয়ার ছাড়ার বিষয়ে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অগ্রণী ইনস্যুরেন্স। ইজিএমে অনুমোদন ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্মতি পেলে অধিকারমূলক শেয়ার ছাড়বে কোম্পানিটি।