বিনিয়োগকারীদের বিএসইসি

শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর আপাতত উঠছে না

শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস এখনই উঠবে না বলে বিনিয়োগকারীদের জানিয়ে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার বিনিয়োগকারীদের দুটি প্রতিনিধিদল বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের এ কথা জানিয়ে দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা যায়, শেয়ারবাজারের চলমান মন্দাবস্থায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিনিয়োগকারীদের দুটি প্রতিনিধি দল গতকাল আলাদাভাবে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় তিনি তাদের জানান বাজার ইতিবাচক ধারায় না ফেরা পর্যন্ত ফ্লোর প্রাইস তোলা হবে না। এর আগে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকেও একই কথা জানানো হয়েছিল। এরপরও কয়েক দিন ধরে বাজারে নতুন করে আবার ফ্লোর প্রাইস তুলে নেওয়া হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গতকাল বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে বৈঠক রয়েছে বিএসইসির। সেখানেও ফ্লোর প্রাইসের বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করা হবে।

এদিকে শেয়ারবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে নেমে আসায় তলানিতে নেমে এসেছে সূচক ও লেনদেন। এর মধ্যে গতকাল সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৯ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।

বাজার–সংশ্লিষ্টরা বলছেন, কয়েকটি কোম্পানির শেয়ারের দাম ও সেগুলোর লেনদেন বৃদ্ধির কারণেই মূলত বাজার ইতিবাচক ধারায় ছিল। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি। এদিন কোম্পানিটির প্রায় ২৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা ৪০ পয়সা বেড়ে ১৩০ টাকায় উঠেছে। এ ছাড়া দাম বেড়েছে জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন শেয়ারের দাম।