বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন মিনহাজ মান্নান ইমন। ব্রোকারেজ হাউস বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসেবে তিনি ডিএসইর পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু এই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।
ডিএসই সূত্র জানায়, সংস্থাটির পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গত ২৮ অক্টোবর পরিচালক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই অনুযায়ী, পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের সময় ছিল ১২ থেকে ১৭ নভেম্বর। এ সময়ের মধ্যে শুধু মিনহাজ মান্নান মনোনয়ন দাখিল করেন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র যোগ্য বলে ঘোষণা দেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য ডিএসইর পরিচালক হতে যাচ্ছেন। তিনি সংস্থাটির বর্তমান শেয়ারধারী পরিচালক শরিফ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, মিনহাজ মান্নান ৩৫ বছর ধরে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া রহমান রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে চার বছর মেয়াদি হিসাববিদ ডিগ্রি সম্পন্ন করেন। ২০০১ সালে বিএলআই সিকিউরিটিজ ডিএসইর সদস্য হয়। আর ২০০৩ সালে মিনহাজ মান্নান প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে ডিএসইতে যুক্ত হন। বর্তমানে তিনি বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়েছিলেন মিনহাজ মান্নান। মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ২০১৮ সালে পুনরায় সংস্থাটির পরিচালক নির্বাচিত হয়ে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।