দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হচ্ছেন ছয় নতুন মুখ। গতকাল সোমবার নতুন চারজনকে নিয়োগও দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে বাদ পড়েছেন সদ্য বিদায়ী পর্ষদে দায়িত্ব পালন করা চার স্বতন্ত্র পরিচালক।
নতুন নিয়োগ পাওয়া চারজন স্বতন্ত্র পরিচালকের বাইরে আরও দুজনকে নিয়োগ দেবে বিএসইসি। এ জন্য নতুন করে ছয়জনের নাম পাঠাতে বলা হয়েছে ডিএসই কর্তৃপক্ষকে। হিসাববিদ, করপোরেট আইনজীবী ও বিপণন বিষয়ে বিশেষজ্ঞ—এ তিন শ্রেণি থেকে ছয়জনের নাম পাঠাতে বলা হয় ডিএসইকে। এর ফলে সদ্য বিদায়ী পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের কারোওরই আর সংস্থাটির পরিচালক হিসেবে পুনর্বিবেচিত হওয়ার সুযোগ থাকছে না।
বিএসইসি গতকাল ডিএসইর পরিচালক হিসেবে নতুন যে চারজনের নিয়োগ অনুমোদন করেছে তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হাফিজ মুহম্মদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন এবং ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটান কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।
ডিএসই ১৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য যে ১৮ জনের নাম প্রস্তাব করেছে, সেখান থেকে বিএসইসি এ চারজনকে পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে। গতকালই এ–সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, গতকাল ডিএসইর নতুন চার পরিচালক নিয়োগের বিষয়টি ডিএসইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পরিচালকেরাসহ বিদ্যমান পরিচালকেরা দ্রুত পর্ষদ সভা করে বাকি দুই পরিচালক নিয়োগের জন্য ছয়জনের নাম কমিশনে পাঠাবেন। সে ক্ষেত্রে হিসাববিদ, করপোরেট আইনজীবী ও বিপণন বিশেষজ্ঞ—এ তিন শ্রেণিতে দুজন করে ছয়জনের নাম প্রস্তাব করতে বলা হয়েছে।
নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে একজন হবেন ডিএসইর চেয়ারম্যান। শূন্য দুটি পরিচালক পদ পূরণ হওয়ার পরই সংস্থাটির চেয়ারম্যান নিয়োগ পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, সংস্থাটির পর্ষদে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকদের মধ্যে পাঁচজনের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এর বাইরে স্বতন্ত্র পরিচালকের একটি পদ আগ থেকে শূন্য ছিল। আরেকজন স্বতন্ত্র পরিচালকের মেয়াদ পূর্ণ না হওয়ায় তিনি মেয়াদকাল পর্যন্ত বহাল থাকছেন। ফলে ডিএসইর মোট সাতজন স্বতন্ত্র পরিচালক পদের মধ্যে নতুন করে নিয়োগ দেওয়া হবে ছয়জনকে।
২০১০ সালে শেয়ারবাজার ধসের পর গঠিত তদন্ত কমিটির সুপারিশে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক (ডিমিউচুয়ালাইজেশন) করা হয়। ডিমিউচুয়ালাইজেশনের পর ডিএসইর পরিচালনা পর্ষদে সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীদের জন্য একটি পরিচালক পদ সুনির্দিষ্ট করা হয়। আর স্টক এক্সচেঞ্জের মালিকানা অংশীদারদের জন্য চারটি পরিচালক পদ সুনির্দিষ্ট করা হয়।