শেয়ারবাজার
শেয়ারবাজার

১০৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করবে রেনাটা, বেড়েছে মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটার মুনাফা ৫১ শতাংশ বেড়েছে। গত জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি মুনাফা করেছে ৩৫০ কোটি টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ২৩২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেনাটার মুনাফা বেড়েছে ১১৮ কোটি টাকা বা প্রায় ৫১ শতাংশ।

মুনাফা বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির বিনিয়োগকারীদের গত বছরের চেয়ে বেশি লভ্যাংশ দেওয়ারও ঘোষণা দিয়েছে। গত জুনে সমাপ্ত ২০২৩–২৪ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৯২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি। আজ শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

রেনাটা–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোম্পানিটি যে লভ্যাংশ ঘোষণা করেছে তাতে গত বছরের জন্য এ বাবদ বিতরণ করা হবে ১০৫ কোটি টাকারও বেশি। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ৬২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এবার লভ্যাংশের পরিমাণ ৩০ শতাংশের মতো বেড়েছে। কারণ, গত বছর ভালো মুনাফা করেছে কোম্পানিটি।

রেনাটা জানিয়েছে, গত অর্থবছরে ওষুধ খাতের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে ব্যবসার সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে রেনাটার। যেখানে সার্বিকভাবে ওষুধ খাতের বিক্রয় প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশের কিছুটা বেশি সেখানে রেনাটার বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশের বেশি।

রাজস্ব আয়ের ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে গত অর্থবছর কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানের ৩৬টি চুক্তি। এর ফলে সহযোগী প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বা বিক্রিতে ৯৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। ওষুধ বিক্রি থেকে কোম্পানিটির আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশের বেশি। যার মধ্যে ২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে ওষুধের মূল্যবৃদ্ধিতে। এ ছাড়া পরিচালন খরচও কমেছে কোম্পানিটির। এসব কারণে গত অর্থবছরে কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেনাটার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৭৪০ টাকা। ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে স্বীকৃত। এটির শেয়ারসংখ্যা প্রায় ১১ কোটি ৪৭ লাখ। এই শেয়ারের ৫১ শতাংশের বেশি রয়েছে কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৫০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

রেনাটা জানিয়েছে, গত অর্থবছর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৩ পয়সায়। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২০ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সমন্বিত মুনাফা বেড়েছে প্রায় ৫৫ শতাংশ। ওষুধের মূল ব্যবসার পাশাপাশি কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে যে ব্যবসা করে, তাদের আয়কে বিবেচনায় নিয়ে এ সমন্বিত মুনাফার হিসাব করা হয়।