শেয়ারবাজার
শেয়ারবাজার

শারিকা ফুডসের ৫০ শতাংশ শেয়ার কিনবে লাভেলো

শারিকা ফুডস অ্যান্ড আমানদালা লিমিটেডের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, প্রতিটি শেয়ার ১০ টাকা দরে মোট ৫ লাখ শেয়ার কিনবে লাভেলো। অর্থাৎ শারিকা ফুডসের শেয়ার কেনা বাবদ ৫ কোটি টাকা বিনিয়োগ করবে লাভেলো আইসক্রিম। ১৩তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে আমানদালার এই শেয়ার কেনার সিদ্ধান্ত কার্যকর করবে লাভেলো আইসক্রিম।

শারিকা ফুডস অ্যান্ড আমানদালা লিমিটেড ‘আমানদালা’ নামে হিমায়িত খাবার বাজারজাত করবে। এ শিল্পের বিকাশের সম্ভাবনা বিবেচনা করে লাভেলো আইসক্রিম বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে সম্প্রতি ২০২৪-২৫ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের একই সময়ের তুলনায় ৫৯ পয়সা বেড়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৫৯ পয়সা বেড়েছে।

অন্যদিকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ২৮ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১ টাকা ৬৮ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ পয়সা।

এদিকে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে লাভেলো। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা।

লাভেলো আইসক্রিম ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর তথ্য অনুযায়ী, তালিকাভুক্তির পর এটাই তাদের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর ২০২১ ও ২০২২ সালে নগদ লভ্যাংশের পরিমাণ ছিল যথাক্রমে ১১ ও ১২ শতাংশ।