বাজেটের পর টানা পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকটি সাড়ে তিন বছর আগের অবস্থানে ফিরে গেছে। গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৭০ পয়েন্টে। এটি গত ৪২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০২০ সালের ৮ ডিসেম্বর সূচকটি ৫ হাজার ৫০ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।
এদিকে বাজেটের পর গত তিন কার্যদিবস একটানা সূচক কমেছে শেয়ারবাজারে। এই তিন দিনে ডিএসইএক্স সূচকটি ১৬৭ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে। টানা এ দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএ দাবি করেছে, ২০১০ সালের ধসের পর থেকে বাজার আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। এ কারণে একটি প্রজন্ম শেয়ারবাজারবিমুখ হয়ে গেছে।
বাজেটের পর শেয়ারবাজারে টানা পতনের জন্য মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর করারোপের প্রস্তাবকে দায়ী করছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, এমনিতেই বাজারের অবস্থা খুবই নাজুক। তার মধ্যে বাজেটে ঘোষিত এই পদক্ষেপ বিনিয়োগকারীদের আরও বেশি হতাশ করেছে, যার ফলে শেয়ার বিক্রি করে দিয়ে বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ৩০৮টি বা ৭৮ শতাংশের দাম কমেছে, বেড়েছে ৫১টির বা ১৩ শতাংশের আর অপরিবর্তিত ছিল ৩৫টির বা ৯ শতাংশের। বেশির ভাগ শেয়ারের দাম কমলেও এদিন লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৩২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১৩ কোটি টাকা বেশি।