শেয়ারবাজার
শেয়ারবাজার

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইলের

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে এনভয় টেক্সটাইল লিমিটেডের। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল তাদের। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার কোম্পানিটির ইপিএস প্রায় ১৩২ শতাংশ বেশি।

গতকাল শনিবার চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য ছিল ৫৩ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।

গত বৃহস্পতিবার এনভয় টেক্সটাইলের শেয়ারের সর্বশেষ দাম ছিল ৪৩ টাকা ৩০ পয়সা। সেদিন শেয়ারের দাম বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৫০ টাকা ১০ পয়সা আর সর্বনিম্ন দাম ছিল ৩০ টাকা ৭০ পয়সা।

২০২৪ সালের জন্য এনভয় টেক্সটাইল ২০ শতাংশ, ২০২৩ সালের জন্য ১৫ শতাংশ, ২০২২ সালের জন্য ১৫ শতাংশ, ২০২১ সালের জন্য ১০ শতাংশ, ২০২০ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্টক বোনাসও দিয়েছে এনভয় টেক্সটাইল। ২০১২ সালে তারা স্টক বোনাস দিয়েছে ৫ শতাংশ, ২০১৩ সালে দিয়েছে ৩ শতাংশ, ২০১৪ সালে ৩ শতাংশ, ২০১৫ সালে ৫ শতাংশ, ২০১৬ সালে ৩ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ ও ২০১৮ সালে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এনভয় টেক্সটাইল।

এনভয় টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ টাকা।