আজ ঢাকার শেয়ারবাজারে শুরু থেকেই লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। প্রথম দেড় ঘণ্টা লেনদেনের পর দুটি সূচক নিম্নমুখী থাকলেও লেনদেনে গতি আছে। এ ছাড়া লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
আজ দিনের প্রথম দেড় ঘণ্টায় ৩০০ কোটি টাকার বেশি শেয়ারের লেনদেন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
আজ লেনদেন ও মূল্য বৃদ্ধির দিক থেকে বিমা খাতের দাপট দেখা যাচ্ছে। তালিকাভুক্ত বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। প্রথম এক ঘণ্টায় লেনদেনের শীর্ষ পর্যায়ে ছিল দুটি বিমা কোম্পানি। এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে।
কয়েক দিন ধরে বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছিল। সেই ধারাবাহিকতায় আজ বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছে। যেসব শেয়ারের দাম গত কয়েক দিন ধরে বাড়ছে সেগুলোর পাশাপাশি আরও কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।
এ ছাড়া বিমা খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি ও বিবিধ খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বেড়েছে।
আজ দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইক্স বেড়েছে ৬ দশমিক ৬৮৯ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে শূন্য দশমিক ০৭ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৪ পয়েন্ট।
তবে আজ ফু ওয়াং ফুডকে ছাড়িয়ে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, দ্বিতীয় স্থানে আছে ফু ওয়াং ফুড, তৃতীয় স্থানে আছে ক্রিস্টাল ইনস্যুরেন্স। এ ছাড়া শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে আরও কয়েকটি বিমা কোম্পানি আছে।