চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লোকসানে আছে জুট স্পিনার্স লিমিটেড। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ৫০ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই, ২৪-সেপ্টেম্বর, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্মক ৫৯৮ টাকা ৫০ পয়সা। এই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৫৯৮ টাকা ৫০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫২৭ টাকা ৬৯ পয়সা।
গত এক বছরে জুট স্পিনার্সের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪১৮ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ১৮০ টাকা। এই প্রতিবেদন লেখার সময় শেয়ারের দাম ছিল ২৫০ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা।