চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আতঙ্কের বিক্রি শুরু হয়েছে। বড় ধরনের দরপতন ঘটেছে প্রথম তিন ঘণ্টার লেনদেনে। বেলা সোয়া ১২টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৭০ পয়েন্ট বা ১ শতাংশের বেশি কমেছে।
গত বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৬ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। বৃহস্পতিবারেও সূচকটি ৬ হাজার পয়েন্টের নিচে ছিল। সেই ধারা আজও অব্যাহত আছে। বিশ্লেষকেরা বলছেন, সূচকের এ পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে মূল্যবৃদ্ধির তালিকায় ওপরের দিকে থাকা কোম্পানির শেয়ারগুলো। এসব কোম্পানির শেয়ারের দরপতনে আজ সূচকের দ্রুত পতন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ সোমবার প্রথম তিন ঘণ্টায় লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে, যদিও সকালে লেনদেন শুরু হয়েছিল কিছুটা ঊর্ধ্বমুখী ধারায়। কিন্তু প্রথম দুই ঘণ্টা লেনদেনের পর ধীরে ধীরে সূচক কমতে থাকে। সাধারণত মূল্যবৃদ্ধিতে যেসব কোম্পানি এগিয়ে থাকে, তার বেশির ভাগের আজ দরপতন হওয়ায় সূচকও নিম্নমুখী হতে থাকে।
ফলে বেলা ১২টার পর থেকে বড় ধরনের দরপতন শুরু হয়। বেলা সোয়া ১২টা পর্যন্ত প্রধান সূচক ৫ হাজার ৯০০ পয়েন্টের নিচে ছিল। অন্যদিকে আজ যে কটি শেয়ারের দর ঊর্ধ্বমুখী, সেগুলোর বেশির ভাগ দুর্বল ও মাঝারি মানের কোম্পানি।
আজ ডিএসইতে প্রথম তিন ঘণ্টায় ৩৪৪ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে শীর্ষে ছিল প্রকৌশল, খাদ্য, সিরামিক, ফার্মাসিউটিক্যাল ও ভ্রমণ খাতের কোম্পানিগুলো।
বৃহস্পতিবার সকাল থেকে প্রথম তিন ঘণ্টায় ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের শেয়ার। প্রথম তিন ঘণ্টায় কোম্পানিটির প্রায় ১৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির মোট ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ। তিন ঘণ্টায় এই কোম্পানির প্রায় ১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে, ডিএসই এস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস ৩০ সূচক প্রায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করে। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৫১৪ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়।
রমজান মাসের পরিবর্তিত সময় অনুসারে আজ শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সকাল সাড়ে নয়টায়; একটানা তা চলবে বেলা দেড়টা পর্যন্ত।