লভ্যাংশ ও মুনাফা দুটিই বেড়েছে বিএসআরএমের দুই কোম্পানির

আগের বছরের চেয়ে শেয়ারধারীদের বেশি লভ্যাংশ দেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ বিএসআরএমের দুই কোম্পানি। গতকাল মঙ্গলবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভা থেকে গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, বিএসআরএম স্টিল গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আর একই গ্রুপের অপর প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেড দেবে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ। সেই হিসাবে বিএসআরএম স্টিলের শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে নগদ ৩ টাকা ২০ পয়সা ও বিএসআরএম লিমিটেডের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের জন্য সাড়ে ৩ টাকা করে লভ্যাংশ পাবেন। এর আগে গত বছরের জুনে সমাপ্ত অর্থবছরে বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেড শেয়ারধারীদের ২৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এ বছর দুই কোম্পানিরই লভ্যাংশের পরিমাণ বেড়েছে।

এদিকে লভ্যাংশ বাড়লেও আজ শেয়ারবাজারে বিএসআরএম স্টিল ও বিএসআরএম লিমিটেডের শেয়ারের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনে প্রথম দুই ঘণ্টার মধ্যে বিএসআরএম স্টিলের প্রতিটি শেয়ারের দাম ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৬ টাকায়। আর বিএসআরএম লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা কমে দাঁড়িয়েছে ৭৮ টাকায়।

লভ্যাংশ বৃদ্ধির পাশাপাশি দুই কোম্পানির মুনাফাও বেড়েছে। ২০২৩–২৪ অর্থবছর শেষে বিএসআরএম স্টিলের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়। আগের বছরে যার পরিমাণ ছিল ৭ টাকা ৯২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ১৮ পয়সা।

একইভাবে ২০২৩–২৪ অর্থবছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৮ পয়সায়। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯ টাকা ৭৬ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪ টাকা ৭২ পয়সা।

একটি কোম্পানি নির্দিষ্ট একটি বছরে যা আয় করে, সেই আয় থেকে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তা–ই ওই কোম্পানির মুনাফা। সেই মুনাফাকে কোম্পানির মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে শেয়ারপ্রতি আয় বা শেয়ারপ্রতি মুনাফার হিসাব করা হয়।