মুনাফা কমেছে গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা। গত বছর একই সময়ে তাদের আয় হয়েছিল ৩৪ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই খবর পাওয়া গেছে।
চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৯৪ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য হয়েছে ১৪ টাকা ৯১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৫২ পয়সা। গত এক বছরে গ্লোবাল ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৫ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৭ টাকা ৪০ পয়সা।
গ্লোবাল ইনস্যুরেন্স ২০২২ সালে ১২ দশমিক ২৫ শতাংশ, ২০২১ সালে ১২ শতাংশ ও ২০১৯ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া বিভিন্ন বছরে তারা বোনাস লভ্যাংশও দিয়েছে।
গ্লোবাল ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।