ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সে জন্য আগামী বাজেটে এই শ্রেণির মূলধনী মুনাফার ওপর করারোপ না করার দাবি জানিয়েছে ডিএসই।
আগামী বাজেট উপলক্ষে পাঁচটি দাবি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এসব দাবির মধ্যে আছে নতুন করে বাজারে কোনো ধরনের করারোপ না করা, ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর ধার্য উৎসে কর কমানো, তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করপোরেট করের ব্যবধান ন্যূনতম ২০ শতাংশ করা, লভ্যাংশ আয় ৫০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখা ও বন্ড আয় পুরোপুরি করমুক্ত রাখা।
আজ মঙ্গলবার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় তাঁদের পক্ষ থেকে দাবিদাওয়ার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান।
ডিএসই পক্ষ থেকে বলা হয়, বর্তমানে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তারা মূলধনী আয়ের ওপর ৫ থেকে ১০ শতাংশ কর দেন। বাকি ১০ শতাংশ ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর। ফলে এই শ্রেণির বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় করারোপ করা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে।