শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডে (এসএপিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারধারীদের জন্য ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের রিজভী, উপব্যবস্থাপনা পরিচালক নাসের রিজভী ও আজিজা আজিজ খান। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান আজিজ খান, লতিফ খান, আয়েশা আজিজ খান, ফয়সাল খান, সৈয়দ ফজলুল হক, আব্দুল মূয়ীদ চৌধুরী ও লুৎফে মাওলা আইয়ুব, স্বতন্ত্র পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, আনিস এ খান, রিয়াজ উদ্দিন আহমেদ, কামরুল ইসলাম মজুমদার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ ওসমান প্রমুখ।
সভায় বলা হয়, চলতি অর্থবছরে সামিট অ্যালায়েন্স পোর্ট তাদের গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্ভাবনী সমাধানসহ অফ-ডক সেবা কাস্টমাইজেশনের ওপর জোর দিয়েছে। যদিও করোনা মহামারি থেকে শুরু হয়ে পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে এই শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই সামষ্টিক অর্থনৈতিক অবস্থার মধ্যেও মুহাম্মদ আজিজ খান ও জওহর রিজভীর দূরদর্শী নেতৃত্বে এসএপিএল এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছেন। তাই শেয়াধারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিতে পেরেছেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে শেয়ারধারীদের লভ্যাংশ দিয়ে আসছে, করোনা মহামারিকালেও এ ধারা অব্যাহত ছিল।